ওয়েস্টার্ন সোনালী মৃত্যু, আগন্তুক, শপথ জাহিদ হাসান/তাহের শামসুদ্দীন/কাজী শাহ্নূর হোসেন [বইঘর এক্সক্লুসিভ] সোনালি মৃত্যু ব্যাংক লুঠ করতে এসেছে দুর্দান্ত মেক্সিকান দস্যু ডন পেদ্রো। ঝামেলায় জড়াবে না, ভেবেছিল ম্যাক্স, কিন্তু চোখের সামনে এই অন্যায় দেখে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? তার ওপর লিজার. না, না, সিনথিয়ার শহর এটা । কী করবে ভাবছে ম্যাক্স....... আগন্তুক সে এসেছিল আমাদের উপত্যকায় ৮৯-এর গ্ৰীষ্মে । কালো পোশাক পরে, বিশাল এক কালো ঘোড়ায় চেপে । বলেছিল, “আমাকে ভার্নি নামে ডেকো ।” আর কিছু বলেনি। শান্ত, গভীর মানুষটিকে মনে হচ্ছিল ভীষণ বিপজ্জনক। একসময় ঠিক টাইম-বোমার মতই ফেটে পড়ে সে, ওলট-পালট করে দেয় সবকিছু। অবিস্মরণীয় লোমহর্ষক সেই কাহিনি শপথ প্রাণচাঞ্চল্যে ভরপুর তরুণ টিম ড্রিউস সেলুনৈ মাতাল হয়ে বারো হাজার ডলারের সোনা হারাল। ছেলের খামখেয়ালিতে অতিষ্ঠ পিতা দূর করে দিল ওকে র্যাঞ্চ থেকে। পাঁচ বছর পর শহরে ফিরল টিম । এসে জানল র্যাঞ্চ হাতছাড়া হয়ে গেছে, প্রেমিকা এখন অন্যের স্ত্রী। আরও জানল পাঁচ বছর আগে সোনা চুরির সেই রহস্য। দেখা যাক কী হয়। নামঃ সোনালী মৃত্যু, আগন্তুক, শপথ লেখকঃ জাহিদ হাসান/ তাহের শামসুদ্দীন/কাজী শাহ্নূর হোসেন পৃষ্ঠাঃ ২৭৬ স্ক্যান ও এডিটঃ বইঘর কভারঃ শুভম প্রকাশনাঃ সেবা প্রকাশকালঃ ২০০৭ সাইজঃ ১৬.৩ মেগাবাইট Hidden Content: **Hidden Content: You must click 'Like' before you can see the hidden data contained here.**